News71.com
 Bangladesh
 19 Sep 20, 09:10 PM
 677           
 0
 19 Sep 20, 09:10 PM

গোপালগঞ্জে এক রাতে দুই বাড়িতে ডাকাতি।। অর্থ-স্বর্ণালংকার লুট

গোপালগঞ্জে এক রাতে দুই বাড়িতে ডাকাতি।। অর্থ-স্বর্ণালংকার লুট

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের মুকসুদপুরের একই রাতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা ঐ দুই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ভ্রমর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। অরুণ চন্দ্র ভৌমিকের মেয়ে শিউলী ভৌমিক বলেন, রাত ৪ টার দিকে ৫/৬ জনের এক দল ডাকাত জানালা ভেঙ্গে ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় জানালা ভাঙ্গার শব্দ শুনে অরুণ চন্দ্র ভৌমিক দরজা খুলে বাইরে বের হলে ডাকাতরা তাকে গাছের সঙ্গে বেঁধে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও একটি মোবাইল ফোন লুটে নেয়। এর আগে, একই এলাকার নির্মল বিশ্বাসের বাড়ীর জানালা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩৬ হাজার ও ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ জোবায়ের জানান, এটি চুরির ঘটনা, ডাকাতি নয়। শিউলী ভৌমিক ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিউলী ভোমিকের বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে তাকে গাছের সাথে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দায়ের করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন