News71.com
 Bangladesh
 31 Mar 20, 10:00 PM
 792           
 0
 31 Mar 20, 10:00 PM

নারায়ণগঞ্জে মাদকের আস্তানায় আগুন দিলেন ইউএনও॥

নারায়ণগঞ্জে মাদকের আস্তানায় আগুন দিলেন ইউএনও॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের একটি মাদকের আস্তানা আগুনে পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। সোমবার (৩০ মার্চ) রাতে লাধুরচর চকে গিয়ে তিনি মাদকের ওই আস্তানা পুড়িয়ে দেন তিনি।এ সময় তার সঙ্গে ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ দেওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ছুটি ও সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত ভেবে এ সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা আস্তানা তৈরি করে লাধুরচর চকে। সেখানে প্রতিদিন জুয়ার আসর ও মাদক বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। মাদক বিক্রির এ খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ওই চকে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পেয়ে জুয়াড়ি, মাদক বিক্রেতারা পালিয়ে যায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. সাইদুল ইসলাম জুয়া ও মাদকের আস্তানা আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। এলাকাবাসীর অভিযোগ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে লাধুর চর চকে নিরীহ কৃষকের কৃষি জমির মাটি ভেকু দিয়ে কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। দিনে ও রাতে এ মাটি কেটে নিয়ে যাচ্ছে। এছাড়াও আনোয়ার মেম্বরের নেতৃত্বে রাতের বেলায় জুয়া ও মাদক কেনা বেচা হয়। করোনা ভাইরাসের কারনে মানুষ যখন ঘরে বন্দি অবস্থায় আছে এ সুযোগে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িরা এ চকে আরো বেপরোয়া হয়ে ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন