bangladesh
 22 Jul 19, 12:09 PM
 68             0

শ্রীনগরে ছেলের বটির কোপে বাবা খুন॥

শ্রীনগরে ছেলের বটির কোপে বাবা খুন॥

নিউজ ডেস্কঃ শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে খুন হয়েছেন বাবা। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দুর্গাবাড়ী এলাকায় এঘটনা ঘটে। নিহত শাহেদ আলী (৬০) ঢাকায় ভাংগারী ব্যবসা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে জাহিদ হাসানকে (২৭) গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহেদ আলী প্রতিদিনের মতো ফজর নামাজ পরে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে স্ত্রীর কাছে ছেলেকে ওষুধ খাওয়ানোর কথা বলে উঠানে আসতেই ছেলে জাহিত হাসান বটি দিয়ে বাবার গলায় কোপ দেয়। এতে শাহেদ আলীর মৃত্যু হয়। শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ হাসান বড়। শ্রীনগর থানার ওসি ইউনুস আলী জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')