News71.com
 Bangladesh
 25 Apr 19, 10:50 AM
 1500           
 0
 25 Apr 19, 10:50 AM

জাবিতে পাওয়া যাবে নিরাপদ বিশুদ্ধ পানি “মুক্তা”

জাবিতে পাওয়া যাবে নিরাপদ বিশুদ্ধ পানি “মুক্তা”

জাবি প্রতিনিধি: আগামী রবিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সকল দোকান এবং ক্যাফেটেরিয়ায় পাওয়া যাবে ন্যাচারাল ড্রিংকিং ওয়াটার “মুক্তা”। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্যোগী হয়ে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, হল-ক্যান্টিন এবং অন্যান্য সকল দোকানে নিরাপদ বিশুদ্ধ পানি “মুক্তা” সরবরাহের ব্যবস্থা করেছে। সমাজকল্যাণ অধিদপ্তরের এক কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, 'এই পানির লভ্যাংশ ব্যয় হবে প্রতিবন্ধীদের কল্যাণে। তাই আমাদের উচিত “মুক্তা” পানি ব্যবহার করে তাদের কল্যাণে এগিয়ে আসা। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গাজীপুরে একটি সরকারি ড্রিংকিং ওয়াটার কারখানা রয়েছে। এর বিশেষত্ব হল এ কারখানা প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত হয়। আর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন