News71.com
 Bangladesh
 12 Nov 17, 12:34 PM
 967           
 0
 12 Nov 17, 12:34 PM

বিএনপি’র সমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

বিএনপি’র সমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আজ সকাল থেকে এই রুটে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি দেশে আবারো পূর্বের মত নৈরাজ্য সৃষ্টি করতে পারে। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার মত ঘটনার পুণঃআবৃতি হতে পারে। এজন্য সার্বিক দিক বিবেচনা করে নিরীহ জনসাধারনদের নিরাপত্তার কথা ভেবে কতৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে ঢাকা থেকে শিমুলিয়া ঘাটমুখী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যেতে বাধা দিতেই যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ রবিবার সকালে শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ডে আসা যাত্রীরা একটু কষ্ট প্রকাশ করেন। সকাল ৭টা থেকে ঢাকামুখী সব বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়ায় একটু বিপাকে পড়েন যাত্রীরা। উল্লেখ্য,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের পরিস্থিতি শৃঙ্খলার ভিতর রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশে যাতে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য নজর রাখছে প্রশাসন। গতকাল সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হলে সহযোগিতা করবে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন