News71.com
 Bangladesh
 27 Jul 22, 11:56 AM
 1005           
 0
 27 Jul 22, 11:56 AM

রায়পুরে দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীর জরিমানা।।

রায়পুরে দোকান খোলা রাখায় ১০ ব্যবসায়ীর জরিমানা।।

নিউজ ডেস্কঃ  বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে লক্ষ্মীপুরের রায়পুরে ১০ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অবৈধ কারেন্ট জাল ও চায়না চাঁই বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  মঙ্গলবার (২৬ জুলাই) রাতে উপজেলার হায়দরগঞ্জ ও মিতালি বাজারে এ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ।

তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার হায়দরগঞ্জ ও মিতালি বাজারে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ১০ জনকে পৃথক মামলায় দুই হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া হায়দরগঞ্জ বাজারে অবৈধ কারেন্ট জাল ও চায়না চাঁই বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে "মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০" এর সংশ্লিষ্ট ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এসময় জব্দকৃত প্রায় এক লাখ টাকা মূল্যমানের অবৈধ কারেন্ট জাল ও চায়না চাঁই বিনষ্ট করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন