News71.com
 Bangladesh
 18 Dec 21, 11:44 AM
 353           
 0
 18 Dec 21, 11:44 AM

কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ॥

কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ॥

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের বিষয়ে সরেজমিনে জানতে বাংলাদেশ সফররত জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। তিনি শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবির এবং নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কোনারপাড়া নো মেনস ল্যান্ড রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছুদ্দৌজা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে প্রতিনিধি দল উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের সিআইসির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান রোহিঙ্গাদের বিষয়ে খোঁজ খবর নেন।


তিনি বলেন, আমরা তাকে বলেছি, চার বছর হয়ে গেছে এখনও প্রত্যাবাসন শুরু করা যাচ্ছে না। প্রত্যাবাসন শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারকে চাপ সৃষ্টির কথা বলেছি। এরপর জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ ক্যাম্প-১ ইস্ট এর একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশু এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তারা ১৭ নম্বর ক্যাম্পে এবং বেলা আড়াইটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নো মেনস ল্যান্ডের রোহিঙ্গা শিবিরে যান। সেখানে দূর থেকে ক্যাম্প পরিদর্শন করে চলে আসেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন