News71.com
 Bangladesh
 14 Dec 21, 06:38 PM
 344           
 0
 14 Dec 21, 06:38 PM

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে দায়ী বাসচালক ও গেটম্যান॥

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে দায়ী বাসচালক ও গেটম্যান॥

নিউজ ডেস্কঃ নগরের খুলশী থানাধীন ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনায় বাসচালক শহিদুল আলম ও গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে দায়ী করেছে তদন্ত কমিটি। তাদের অভিযুক্ত করে প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের গঠিত তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বরর) রেলওয়ে গঠিত তদন্ত কমিটি এ প্রতিবদন জমা দেয়। প্রতিবেদনে বাসচালক শহিদুল আলম সংঘর্ষের জন্য দায়ী আর গেটম্যান আশরাফুল দায়িত্বে অবহেলা করেছেন বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা ছিল। তিনি সড়কের এক পাশে ব্যারিয়ার ফেলেননি। গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হলো। ভবিষ্যতে রেল লেভেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা এড়ানোর জন্য উল্লেখিত সুপারিশগুলো কার্যকর করতে হবে। জানা গেছে, সংঘর্ষের ঘটনায় বাসচালক শহিদুল আলম ও গেটম্যান আশরাফুল কারাগারে আছেন। এ ছাড়াও গেটম্যানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, রেলওয়ের গঠিত তদন্ত কমিটি ৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন