News71.com
 Bangladesh
 23 Aug 21, 11:48 AM
 668           
 0
 23 Aug 21, 11:48 AM

চট্ট্রগামে বিদ্যুৎস্পৃষ্টে অঙ্গহানি হওয়া শিশুকে ক্ষতিপূরণ কেন নয়॥জানতে চাইল হাইকোর্ট

চট্ট্রগামে বিদ্যুৎস্পৃষ্টে অঙ্গহানি হওয়া শিশুকে ক্ষতিপূরণ কেন নয়॥জানতে চাইল হাইকোর্ট

নিউজ ডেস্কঃ বাড়ির ছাদে পল্লিবিদ্যুতের লাইনে জড়িয়ে চট্টগামের বাঁশখালীর শিশু মো. ইশানের (৬) অঙ্গহানির ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই শিশুর বাবার করা রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (২২ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে জ্বালানি সচিব, পল্লিবিদ্যুতের চেয়ারম্যান, পল্লিবিদ্যুতের আঞ্চলিক কার্যলয়ের ব্যবস্থাপক, চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ৬ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শামছুল ইসলাম শিমুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। পরে আইনজীবী জানান, চট্টগ্রামের বাঁশখালী থানার কাথুরিয়া গ্রামের রিট আবেদনকারী মোহাম্মদ ইব্রাহিমের বাড়ির ছাদে পল্লিবিদ্যুতের একটি খুঁটি হেলে পড়ে। এ খুঁটি সরাতে বিভিন্ন সময় পল্লিবিদ্যুতের বাঁশখালী আঞ্চলিক কার্যলয়ে যোগাযোগ করা হয়। সর্বশেষ গত বছরের ১১ ফেব্রুয়ারি আঞ্চলিক কার্যলয়ে লিখিতভাবে আবেদনও করা হয়। কিন্তু খুঁটি সরানো হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন