News71.com
 Bangladesh
 02 Jun 21, 01:41 PM
 572           
 0
 02 Jun 21, 01:41 PM

চট্টগ্রাম কাস্টমসে ৪২ টন পপিবীজ আটক।।

চট্টগ্রাম কাস্টমসে ৪২ টন পপিবীজ আটক।।

 

নিউজ ডেস্কঃ দেশে ধরা পড়া নতুন মাদক ‘এলএসডি’ নিয়ে হৈচৈ চলছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার আমদানি নিষিদ্ধ মাদক তৈরির কাঁচামাল পপিবীজের একটি চালান আটক করল চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা দল (এআইআর)। সরিষাবীজ আমদানির ঘোষণা দিয়ে এই চালান মালয়েশিয়া থেকে এনেছিলেন আমদানিকারক; শুল্কও পরিশোধ করা হয়েছিল। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে খালাসের আগমুহূর্তে সেটি ধরা পড়ে; যেখানে ৪২ হাজার কেজি পপিবীজ ছিল।

 

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, কনটেইনারের সামনের দিকে বস্তায় আমদানির ঘোষণা অনুযায়ী সরিষাবীজ ছিল। কিন্তু কনটেইনারের পেছনের দিকে একই ধরনের বস্তায় রাখা হয়েছিল আমদানি নিষিদ্ধ পপিবীজ। ঘোষণা অনুযায়ী ৫৪ টন পণ্যই রাখা হয়েছে। এর মধ্যে মাত্র ১২ টন সরিষাবীজ, বাকি ৪২ টন পপিবীজ। আর এই ৪২ টনের বাজারমূল্য ১৫ কোটি টাকার মতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন