News71.com
 Bangladesh
 28 Jun 20, 10:48 AM
 992           
 0
 28 Jun 20, 10:48 AM

চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৮০০॥

চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৮০০॥

নিউজ ডেস্কঃ চাঁদপুর জেনারেল হাসপাতালে কোভিড ১৯ রোগীদের জন্য চিকিৎসা দেওয়ার আলাদা আইসোলেশন ইউনিট চালু হওয়ার তিন মাস পূর্ণ হয়েছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় চাঁদপুরে করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল করোনায় আক্রান্ত বা এর উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন।ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, এই তিন মাসে সর্দি জ্বর কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৯৫ জন রোগী আইসোলেশন ইউনিটে ভর্তি হন। যাদের মধ্যে কোভিড ১৯ ধরা পড়ে ১১১ জনের। আর নন কোভিড ছিলেন ১৮৪ জন। এরমধ্যে কোভিড ১৯ নিয়ে আক্রান্ত ৪১ জন সুস্থ হয়েছেন। উপসর্গ নিয়ে আসা আরো ১২৫ জন সুস্থ হন।ডা. রুবেল দুঃখ প্রকাশ করে জানান, আইসোলেশন ইউনিটে ২৫ জন রোগী মারা যান। যাদের মধ্যে কোভিড-১৯ ছিলেন ৯ জন। স্বজনরা শেষ মূহুর্তে মুমূর্ষু অবস্থায় এখানে নিয়ে আসেন। ফলে প্রাণান্তকর চেষ্টা করেও রোগীর জীবন রক্ষা করা যায়নি।ডা. রুবেল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, কেউ কোভিড-১৯ বা করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত হলে তথ্য গোপন করে চিকিৎসা নেবেন না। হাসপাতালে রোগী নিয়ে আসুন। না হয়, সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা নিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন