News71.com
 Bangladesh
 24 Dec 19, 03:57 PM
 880           
 0
 24 Dec 19, 03:57 PM

কক্সবাজার বেতারে ১২ বছর পর উপস্থাপকদের গ্রেডেশন ।।

কক্সবাজার বেতারে ১২ বছর পর উপস্থাপকদের গ্রেডেশন ।।

নিউজ ডেস্কঃ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশ বেতারের কক্সবাজার কেন্দ্রে অনুষ্ঠান ঘোষক-ঘোষিকাদের শ্রেণী উন্নয়নে (গ্রেডেশন) কণ্ঠস্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘোষক-ঘোষিকা পদে কণ্ঠস্বর পরীক্ষা (অডিশন) অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার বেতার কেন্দ্রে বাচিক শিল্পীদের এ গ্রেডেশন কার্যক্রম শেষ হয়। এতে অংশ নেন কক্সবাজার বেতার কেন্দ্রের ২৩ জন অনুষ্ঠান ঘোষক-ঘোষিকা। এছাড়া এর আগে গত ১৮ ও ১৯ ডিসেম্বর একই পদে অডিশনে অংশ নেয় শতাধিক প্রার্থী। এর আগে সর্বশেষ ২০০৭ সালের নভেম্বরে এ কেন্দ্রে শ্রেণী উন্নয়ন (গ্রেডেশান) পরীক্ষা ও ২০১০ সালে ঘোষক-ঘোষিকা নিয়োগে কণ্ঠস্বর পরীক্ষা (অডিশন) অনুষ্ঠিত হয়। সম্প্রতি কক্সবাজারে বেতারে নানা অনিয়ম ও দুনীর্তির অভিযোগে আঞ্চলিক পরিচালক মো. মাহফুজুল হককে অন্য জায়গায় বদলীর পর নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে কেন্দ্রের তৎকালীন উপ-আঞ্চলিক পরিচালক মো. ফখরুল করিমকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার একমাসের মধ্যে নতুন করে উপস্থাপকদের এ গ্রেডেশনের উদ্যোগ নেন। এদিকে দীর্ঘ সময় পর হলেও বর্তমান আঞ্চলিক পরিচালকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কক্সবাজার বেতারের অনুষ্ঠান ঘোষক-ঘোষিকারা। বেতারের প্রথম ব্যাচের অনুষ্ঠান ঘোষক নাজমুল করিম জুয়েল, অধ্যাপিকা শরমিন সিদ্দিকা লিমা ও শামীম আক্তার জানান, ২০০১ সালে এ বেতার কেন্দ্র চালু হওয়ার পর প্রায় ১৯ বছরে মাত্র একবার গ্রেডেশন অনুষ্ঠিত হয়েছে। এ কারণে প্রথম ব্যাচের অনেক ঘোষক-ঘোষিকাই এখনও ‘গ’ শ্রেণীতেই রয়ে গেছেন। অন্যদিকে তাদের আট-দশ বছর পরে যারা নিয়োগ পেয়েছে তারাও ‘গ’ শ্রেণীতেই অন্তর্ভুক্ত। বিষয়টি আসলেই বিব্রতকর। তারা বলেন, প্রায় একযুগ পর হলেও বাচিক শিল্পীদের শ্রেণী উন্নয়ন হচ্ছে, এটি খুবই আনন্দের। এ গ্রেডেশন ঘিরে অন্তত একটা দিন আমরা আনন্দমুখর সময় কাটিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন