News71.com
 Bangladesh
 11 Sep 19, 12:53 PM
 777           
 0
 11 Sep 19, 12:53 PM

কুমিল্লায় নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার॥  

কুমিল্লায় নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার॥   

নিউজ ডেস্কঃ কুমিল্লার হোমনায় খেয়া নৌকা থেকে পড়ে নদীতে নিখোঁজ শ্রমিকের লাশ উাদ্ধার করেছে ডুবুরিরা। চাঁদপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা তিতাস নদী থেকে নিখোঁজের আট ঘণ্টা পর গতকাল মঙ্গলবার লাশ উদ্ধার করে। নিখোঁজ শ্রমিকের নাম ইকবাল হোসেন (৩০)। তার বাড়ি পাশের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামে। স্বজন, থানা এবং নৌকার মাঝি ইয়াকুব জানান, ইকবাল হোসেনের মৃগী রোগ ছিল। ওই দিন সকাল সাড়ে ৭টায় সে কুমিল্লা থেকে কাজ সেরে বাড়ি যাচ্ছিল। দুলালপুর বাজার থেকে নিজ বাড়ি তাতুয়াকান্দির উদ্দেশে খেয়া নৌাকা পার হওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে মাঝ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় ইকবাল হোসেন।

এসময় নৌকায় এক নারী যাত্রীও ছিলেন। সঙ্গে সঙ্গে নৌকার মাঝি ইয়াকুব তাকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রাও নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। উদ্ধার করতে না পেরে স্থানীয় চেয়ারম্যান জসিম উদ্দিনকে খবর দেওয়া হলে তিনি থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে নদীর তলদেশ থেকে ইকবাল হোসেনের লাশ উদ্ধার করে। হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, হোমনা উপজেলার দুলালপুর থেকে ডিঙি নৌকা দিয়ে তিতাস নদী পার হওয়ার সময় হঠাৎ নদীর মাঝে মাথাঘুরে পড়ে গিয়ে নিখোঁজ হয় ইকবাল। তিনি কুমিল্লা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন