News71.com
 Bangladesh
 19 Aug 19, 12:53 PM
 874           
 0
 19 Aug 19, 12:53 PM

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কমিশনকে সহায়তা করবে বাংলাদেশ॥

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের কমিশনকে সহায়তা করবে বাংলাদেশ॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অত্যাচার-নির্যাতনের জন্য মিয়ানমার সরকারের গঠন করা ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব ইনকোয়ারি (আইসিওই)’কে সব ধরনের সহায়তা করবে বাংলাদেশ। মিয়ানমারের এই ইনকোয়ারি কমিশনের একটি অগ্রবর্তী দল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে গতকাল রোববার ঢাকায় বৈঠক করেছেন। একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের গঠন করা ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব ইনকোয়ারি (আইসিওই)’ দলটি ঢাকায় এবং কক্সবাজারে বাংলাদেশ সরকারের আরও একাধিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে। দলটি ৪ দিনের সফরে গত শনিবার ঢাকায় এসেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মিয়ানমারের ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব ইনকোয়ারি (আইসিওই)’ কমিটির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং সচিবের বৈঠকে দলটি রাখাইনে ঘটে যাওয়া অত্যাচার-নির্যাতনের জবাবদিহিতা নিশ্চিতে ঢাকার সহায়তা চেয়েছে। তাদের সহায়তার প্রেক্ষিতে ঢাকার পক্ষ থেকে জানান হয়েছে যে এই বিষয়ে সহায়তা করতে ঢাকার কোনো আপত্তি নেই।

প্রসঙ্গত, রোহিঙ্গা প্রত্যাবাসন আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর এসেছে। কিন্তু পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক প্রত্যাবাসনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে রাজি হননি। গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিসে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বিষয়টি (প্রত্যাবাসন) এখনও আলোচনার টেবিলে রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, যেকোনো সময় শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন