News71.com
 Bangladesh
 21 May 19, 06:27 PM
 768           
 0
 21 May 19, 06:27 PM

সীতাকুণ্ডে পুলিশ-জেলে সংঘর্ষ॥ ওসিসহ আহত ৩০ জন

সীতাকুণ্ডে পুলিশ-জেলে সংঘর্ষ॥ ওসিসহ আহত ৩০ জন

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরায় পুলিশ-জেলেদের সাথে দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) ও দুই কনস্টেবলসহ ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ওই এলাকার এক যুবক জেলেকে আটকের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা ঘাটঘর জেলেপাড়ায় রুবেল জলদাশ (৩০) নামক এক যুবককে আটক করেন সীতাকুণ্ড থানা পুলিশ। এ সময় এলাকার অন্য জেলে যুবকরা তাকে গ্রেপ্তারের কারণ জানতে চেয়ে বাধা দিলে এসআই জাহেদ হোসেন জসীম ও সাথে থাকা ফোর্স তাদেরকে মারধর করে বলে অভিযোগ করে। পরে জেলেরাও তাদের ওপর পাল্টা হামলা করে।

এদিকে ঘটনার সময় সেখানে বিলম্বু দাসী (৭৫) নামক এক মহিলার আকস্মিক মৃত্যু হলে পুলিশের হামলায় ওই বৃদ্ধা নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে পুলিশের সাথে জেলেদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। জেলেরা বিভিন্নরকম বোতল, ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশও গুলি চালায়। পুলিশ শতাধিক রাউন্ড গুলি চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে অন্তত ১৫ জন জেলে নারী-পুরুষ ও পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৫-৩০ জন আহত হন। আহতদের মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন ও দুই পুলিশ সদস্যও রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন