News71.com
 Bangladesh
 27 Aug 17, 06:55 AM
 1057           
 0
 27 Aug 17, 06:55 AM

আগামী ৭ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু  

আগামী ৭ সেপ্টেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু   

নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ইং শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ নভেম্বর। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়,২০১৬ বা ২০১৭ সালে এইচএসসি বা সমমান এবং ২০১৪ বা ২০১৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

কলা,সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদে ভর্তি হতে চাইলে শিক্ষার্থীকে ‘বি’ ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে। ব্যবসায় অনুষদে আবেদন করতে হবে ’সি’ ইউনিটের মাধ্যমে। উভয় ইউনিটে আবেদন করতে এসএসসি এবং এইচএসসি মিলে সিজিপিএ-৬ থাকতে হবে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিষয়গুলোতে ভর্তি হতে চাইলে শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি মিলে সিজিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। এই অনুষদে ভর্তিচ্ছুরা ‘এ’ ইউনিটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন