News71.com
 Bangladesh
 20 Jul 17, 02:43 AM
 1284           
 0
 20 Jul 17, 02:43 AM

টেকনাফ সীমান্তে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার।।

টেকনাফ সীমান্তে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী সীমান্তে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।তবে ইয়াবা উদ্ধারের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তারা।বুধবার রাতে হ্নীলা বিওপি বিজিবি একটি দল হোয়াব্রাং সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে।টেকনাফস্হ ২ বডার গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কণেল এস এম আরিফুল ইসলাম জানান, বুধবার রাতে হ্নীলা বিওপি বিজিবির সুবেদার আতাউর রহমানের নেতৃত্বে একদল বিজিবি হ্নীলা হোয়াব্রাং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশের সংবাদে অবস্হান নেয়।

এ সময় কয়েকজন লোক আসতে দেখে বিজিবি থামানোর সংকেত দিলে ইয়াবা পাচার কারীরা একটি পুটলা ফেলে পাশ্বের এলাকা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায়। এ সময় উদ্ধার পুটলা থেকে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা বলে জানায়। উদ্ধার ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে,ঊর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্তিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন