News71.com
 Bangladesh
 28 May 22, 01:54 PM
 807           
 0
 28 May 22, 01:54 PM

ববি শিক্ষার্থীকে মারধর অভিযোগে মহাসড়ক অবরোধ।।

ববি শিক্ষার্থীকে মারধর অভিযোগে মহাসড়ক অবরোধ।।

নিউজ ডেস্কঃ বাসে ওঠাকে কেন্দ্র করে প‌রিবহন শ্রমিকদের বিরুদ্ধে ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। তবে প‌রিবহন মা‌লিকদের দা‌বি, বাস শ্রমিক নয় ব‌হিরাগতদের কারণে অপ্রীতিকর ঘটনা‌টি ঘটেছে। তারা সে‌টি সমাধানের চেষ্টা করছেন। আর এ ঘটনার প্রতিবাদে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়‌কে প্রায় এক ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শ‌নিবার (২৯ মে) সকাল ৯টার দিকে বিশ্ববিদ‌্যালয়ের সামনে এ ঘটনা ঘ‌টে। 

প্রত‌্যক্ষদর্শী‌ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দপদ‌পিয়া জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাসের সামনে থেকে এক‌টি যাত্রীবা‌হী বাসে ওঠার চেষ্টা করেন মৃ‌ত্তিকা ও প‌রিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফয়সাল শাহ‌রিয়ার। একটু পর কথা কাটাকাটির জের ধরে বাস স্টাফ কালামসহ সাত-আটজন ফয়সালকে মারধর করে। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা বিশ্ববিদ‌্যালয়ের সামনের ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পু‌লিশের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যায়। ফয়সাল শাহরিয়ার বলেন, কালাম নামে এক বাসস্টাফসহ সাত-আট জন আমার ওপর চড়াও হয়। অকথ্য ভাষায় গালাগালি করে। আমার জামার কলার ধরে কিলঘুষি মারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন