News71.com
 Bangladesh
 12 Jan 21, 06:31 PM
 754           
 0
 12 Jan 21, 06:31 PM

বরিশালের উজিরপুরে থানা পুলিশের ওপর হামলা, আটক ৪ জন

বরিশালের উজিরপুরে থানা পুলিশের ওপর হামলা, আটক ৪ জন

নিউজ ডেস্কঃ বরিশালের উজিরপুরে থানা পুলিশের সামনে বখাটে যুবককে মারধরের চেষ্টা চালানো হয়েছে। আর এ কাজে বাধা দিতে গিয়ে থানার ডিউটি অফিসারসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান। তিনি জানান, পুলিশের ওপর হামলার বিষয়টি উপরের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পুরো ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উজিরপুরে ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক (২৪)-কে ইভটিজিংয়ের অভিযোগে টিজিংয়ের শিকার মেয়ের অভিভাবকরা ওই ছেলের পিতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে হামলা চালায়। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে নোমান ফকির অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ওইদিন দুপুর আড়াইটায় টিজিংয়ের শিকার শিক্ষার্থীর ভাই মুন্ডপাশা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৪), মাইনুল ইসলাম রাজীব (২৭), সালাম শেখের ছেলে হাসান শেখ (২৬), মোতালেব খানের ছেলে সাইফুল ইসলাম (২৫), শহিদ হাওলাদারের ছেলে সজল হাওলাদার (২৯)সহ ৬/৭ জন থানায় ঢুকে ইভটিজার নোমান ফকির অনিক-এর উপর পুনরায় হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন