News71.com
 Bangladesh
 23 Mar 20, 10:16 PM
 928           
 0
 23 Mar 20, 10:16 PM

বরিশালের ১২টি জায়গায় ‘লকডাউন’ ঘোষণা॥

বরিশালের ১২টি জায়গায় ‘লকডাউন’ ঘোষণা॥

নিউজ ডেস্কঃ মাদারীপুরে করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হওয়ার খবরে ওই জেলার কালকিনি উপজেলাসংলগ্ন বরিশালের গৌরনদী উপজেলার সীমান্ত লকডাউন করে দিয়েছে প্রশাসন। বরিশাল-ঢাকা মহাসড়ক ব্যতীত কালকিনি থেকে গৌরনদীতে প্রবেশের সড়কপথ থেকে শুরু করে পালরদী নদীর ১২টি পয়েন্টে খেয়াঘাট লকডাউন করে পাহাড়া বসিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। রোববার সীমান্ত বন্ধ করার পর ঘোষেরহাট ও টরকীচর ব্রিজের দুই প্রান্তে শত শত মানুষ জড়ো হলে পুলিশ ব্রিজের উপর বাঁশ দিয়ে বেড়া তৈরি করে পথ আটকে দেয়। টরকী বন্দর খেয়াঘাটের মাঝি রাকিব হাওলাদার জানান, পালরদী নদীতে প্রতিদিন ৩টি খেয়া নৌকায় কালকিনি উপজেলার পূর্বাঞ্চলের ৪ সহস্রাধিক মানুষ ও মালামাল পারাপার করেন। করোনা বিস্তার রোধে থানা পুলিশ খেয়াঘাটে এসে খেয়া নৌকায় পারাপার বন্ধ করে দেয়। এরপর থেকে পুলিশ দিনরাত নদীর তীরে টহল দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন