News71.com
 Bangladesh
 04 Oct 19, 10:35 PM
 845           
 0
 04 Oct 19, 10:35 PM

বরগুনায় ইলিশ উৎসবে ৮৭ লাখ টাকার ইলিশ বিক্রি ।।

বরগুনায় ইলিশ উৎসবে ৮৭ লাখ টাকার ইলিশ বিক্রি ।।

নিউজ ডেস্কঃ ইলিশের জেলা বরগুনায় বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ইলিশ উৎসব। অর্ধ লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিলো এ উৎসবে। একদিনেই ৮৭ লাখ টাকার ইলিশ বিক্রি হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম এ উৎসবের আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ইলিশের নানা রকম প্লাকার্ড ও দৃষ্টিনন্দন ভাস্কর্য নিয়ে অংশ নেয় নারী ও কিশোর-কিশোরীসহ সহস্রাধিক জনতা। এ উৎসবে সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় ইলিশ বিষয়ক নাটক, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে জেলার ছয়টি উপজেলা থেকে ২৫টিরও বেশি স্টল শোভা পায়। স্টলগুলোতে রান্না ইলিশের শতেক রকমের বাহারি খাবার প্রদর্শিত হয়। স্বল্পমূল্যে বিক্রি করা হয় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীসহ বঙ্গোপসাগরের সুস্বাদু তাজা ইলিশ। ইলিশ উৎসবের আয়োজক বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ জানিয়েছেন, সারা বাংলাদেশে যে পরিমাণ ইলিশ পাওয়া যায় তার ৫ ভাগের এক ভাগ ইলিশ শুধুমাত্র বরগুনা জেলায় আহরিত হয়। তাই বরগুনাকে ইলিশের জেলা ঘোষনা করতে হবে। তিনি আরও দাবি করেন, জাতীয়ভাবেই প্রতি বৎসর ইলিশ উৎসব করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন