News71.com
 Bangladesh
 01 Oct 19, 11:46 AM
 846           
 0
 01 Oct 19, 11:46 AM

বরিশালে ভাড়ায় চলছে ব্যক্তিগত রেজিস্ট্রেশনের গাড়ি ।।

বরিশালে ভাড়ায় চলছে ব্যক্তিগত রেজিস্ট্রেশনের গাড়ি ।।

নিউজ ডেস্কঃ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই বরিশালে ব্যক্তিগত ব্যবহারের রেজিস্ট্রেশন করা প্রাইভেটকার-মাইক্রোবাস দিয়ে ভাড়ায় যাত্রীদের বহন করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রকাশ্যে হলেও নেই আইন প্রয়োগকারীদের কঠোর হস্তক্ষেপ। ফলে দিনেদিনে আকার বড় হচ্ছে ব্যক্তিগত গাড়ি অবৈধভাবে ভাড়া দেওয়া। এ বিষয়ে দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তারা বলছেন, ব্যক্তিগত ও ভাড়ায় চালানোর জন্য মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের রেজিস্ট্রেশনের আলাদা নিয়ম রয়েছে। আর ব্যক্তিগত ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন করা মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ভাড়ায় চালানোর বৈধতা আইনে নেই। এটা দণ্ডনীয় অপরাধ। বিআরটিএ কার্যালয় সূত্রে জানা যায়, মোটরযানের ব্যবহার ও ধরনের ওপর ভিত্তি করে রেজিস্ট্রেশন দেওয়া হয়। এমনকি কোন গাড়ি কোন ক্যাটাগরির তা নম্বর প্লেটেই স্পষ্ট করা হয়। যেমন, ব্যক্তি ব্যবহারের জন্য মাইক্রোবাসের নম্বর ‘চ’ সিরিজের সরকার অনুমোদিত। বাণিজ্যিক বা ভাড়ায় চালানোর জন্য মাইক্রোবাসের নম্বর ‘ছ’ সিরিজের সরকার অনুমোদিত। অর্থাৎ ‘চ’ সিরিজের নম্বর রেজিস্ট্রেশন নিয়ে ‘ছ’ সিরিজের কাজে (ভাড়ায়) ব্যবহার করা যাবে না। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম জানান, বরিশাল মেট্রোপলিটন এলাকার আওতাধীন পরিবহন সেক্টরের সব অভিযোগ নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর রিকুইজিশনের বিষয়ে আমরা চেষ্টা করছি গাড়িগুলোকে ভাড়ায় নেওয়ার জন্য। তাহলে আর কেউ প্রশাসনের নাম ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন