News71.com
 Bangladesh
 25 May 19, 07:51 PM
 1162           
 0
 25 May 19, 07:51 PM

দেশের প্রথম থ্রিডি জেব্রা ক্রসিং বরিশালে ।।

দেশের প্রথম থ্রিডি জেব্রা ক্রসিং বরিশালে ।।

নিউজ ডেস্কঃ দেশে প্রথমবারের মতো থ্রিডি জেব্রা ক্রসিং তৈরির কার্যক্রম উদ্বোধন করা হলো বরিশালে।গতকাল শুক্রবার নগরীর জিলা স্কুল মোড়ের রাজা রায় বাহাদুর সড়কে এর উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।অধুনিক মেশিন ও প্রযুক্তি ব্যবহার করে জেব্রা ক্রসিংগুলো নির্মিত হয়েছে। পর্যায়ক্রমে এগুলো শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের সামনে দেয়া হবে। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আরও বলেন, নগরীর বিভিন্ন স্থানে জেব্রা ক্রসিং রয়েছে। রাস্তার পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ায় এসব জেব্রা ক্রসিং চোখে পড়ে না। এ সমস্যা দূর করতে এসব জায়গার তিন রঙের স্ট্রাইপ দিয়ে এগুলো রঙিন করে তোলা হয়েছে। যার ফলে গাড়ি চালকরা যেমন সাবধান হবেন, তেমনি পথচারীরাও এটি ব্যবহারে উৎসাহিত হবেন।মেয়র বলেন, থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দূর থেকে দেখতে ভাসমান বাক্সের মতো মনে হয়। উঁচু স্থান থেকে এটি দেখলে মনে হবে রাস্তা বরাবর একটি দেয়াল তৈরি করা হয়েছে। এতে করে পথচারীরা সহজেই নির্ভয়ে চলাচল করতে পারবেন। পাশাপাশি দুর্ঘটনাও কিছুটা লাঘব হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন