News71.com
 Bangladesh
 27 Jul 22, 07:07 PM
 994           
 0
 27 Jul 22, 07:07 PM

মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করব।। সিইসি

মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করব।। সিইসি

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করব। কামিয়াব কতটুকু হব, সেটা আল্লাহ জানেন। বুধবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, সময় পাল্টে গেছে, এটাই বোধ হয় বাস্তবতা। তরুণ প্রজন্মকে রাজনীতির দায়িত্ব নিতে হবে। রাজনীতি থেকে গণতন্ত্রের বিস্তৃত হয়েছে।

গণতন্ত্র নির্বাচনের জন্ম দিয়েছে, নির্বাচন পদ্ধতির জন্ম দিয়েছে। তাই আমি মনে করি, যারা রাজনৈতিক নেতা দেশের, আপনাদের যে দায়িত্ব, আপনাদের প্রতি আমাদের যে আস্থা, সম্মান এবং ভরসা, সেটা আমরা অক্ষুণ্ন রাখতে চাই। আপনারা নেতৃত্ব দিয়ে যে পরিবেশ সৃষ্টি করবেন, আমরা সামান্য নির্বাচন কমিশনার, আমাদের সেই সীমিত দায়িত্বটা ওই অর্থে সততার সাথে, নিষ্ঠার সাথে, সাহসিকতা সাথে, আপনাদের যদি দোয়া থাকে, সহায়তা থাকে, সমর্থন থাকে আমরা চেষ্টা করব। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা মেরুদণ্ড বাঁকা করে না, নতজানু করে না, আমরা মেরুদণ্ড শক্ত রাখার চেষ্টা করব। কামিয়াব কতটুকু হব, সেটা আল্লাহ পাক জানেন। আমরা সংলাপ শেষে আপনাদের বক্তব্য পর্যালোচনা করে সরকারের এবং সকলের কাছে পৌঁছে দেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন