News71.com
 Bangladesh
 27 Jul 22, 06:29 PM
 1127           
 0
 27 Jul 22, 06:29 PM

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ চার যুবক গ্রেফতার ।।

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ চার যুবক গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের পর চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কিরিচ জব্দ করা হয়েছে।বুধবার (২৭ জুলাই) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতাররা হলেন, মোশারফ হোসেন সাগর (২২), আল-আমিন হোসেন আকাশ (১৯), আরাফাত রাফি (২০) ও মো. ফয়েজ (২৪)। তারা সবাই নরোত্তমপুর ইউনিয়নের বাসিন্দা ও ক্ষমতাসীন দলের সক্রিয় কর্মী বলে জানা গেছে।এদিকে, গ্রেফতারদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে বিকেলে সাতদিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে পেলে তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা পুলিশ সুপারের।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ২৫ জুলাই বেগমগঞ্জের মীরওয়ারিশপুরের সাইফুল ইসলাম নীরব এবং নরোত্তমপুরের সুমন ও রবিন বাহিনী খেজুরতলা এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ নিয়ে উত্তেজনার পর পুনরায় অস্ত্র নিয়ে দুইপক্ষ মহড়া দেয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের অস্ত্রসহ গ্রেফতার করেছে।

এদিকে, বেগমগঞ্জে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় আসামি গ্রেফতার হলেও নতুন নতুন কিশোর গ্যাং এলাকায় প্রভাব বিস্তার করায় আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। বেগমগঞ্জ আওয়ামী রাজনীতি দুই ধারায় বিভক্ত হওয়ায় সন্ত্রাসীরা দুইপক্ষের মদদে সক্রিয় বলে দাবি স্থানীয়দের।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোর্তাহিন বিল্লাহ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন