News71.com
 Bangladesh
 26 Jul 22, 08:33 PM
 1210           
 0
 26 Jul 22, 08:33 PM

২ লাখ টাকা জরিমানার বিরুদ্ধে সহজ ডটকমের রিট।।

২ লাখ টাকা জরিমানার বিরুদ্ধে সহজ ডটকমের রিট।।

নিউজ ডেস্কঃ রেলওয়ের টিকিট নিয়ে অব্যবস্থাপনার ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুই লাখ টাকা জরিমানার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছে সহজ ডটকম। বুধবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন সহজ ডটকমের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম।

রিটে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে রুলসহ জরিমানা স্থগিত চাওয়া হয়েছে। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে। গত ২০ জুলাই ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির উপস্থিতিতে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন