News71.com
 Bangladesh
 26 Jul 22, 06:27 PM
 1170           
 0
 26 Jul 22, 06:27 PM

লোডশেডিংয়ের প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ সমাবেশ ঘোষণা বিএনপির ।।

লোডশেডিংয়ের প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ সমাবেশ ঘোষণা বিএনপির ।।

নিউজ ডেস্কঃ বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও অন্য সব মহানগরে আগামী ২৯ ও ৩০ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সব জেলায় আগামী ৩১ জুলাই এ কর্মসুচি পালন করা হবে।  মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন দিনের এ কর্মসুচি ঘোষণা করেন। 

সোমবার (২৫ জুলাই) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার লোডশেডিং শূন্য কোঠায় নিয়ে আসায় উৎসব করেছে আতশবাজি পুড়িয়ে। অন্যদিকে এখন শহরে ২/৩ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ৫/৬ ঘণ্টা লোডশেডিং জন-জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শিল্পে ও কৃষিতে উৎপাদন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সামগ্রিকভাবে অর্থনীতির ওপর চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন