News71.com
 Bangladesh
 26 Jul 22, 06:23 PM
 1463           
 0
 26 Jul 22, 06:23 PM

নিহত বুলবুলের পরিবারের থাকবে প্রশাসন।। শাবিপ্রবি উপাচার্য

নিহত বুলবুলের পরিবারের থাকবে প্রশাসন।। শাবিপ্রবি উপাচার্য

নিউজ ডেস্কঃ  দুর্বৃত্তদের  ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদের (২২) পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার (২৫ জুলাই) দিনগত রাতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের কাছে এ আশা ব্যক্ত করেন উপাচার্য। বুলবুলের মৃত্যুতে শোক জানিয়ে উপাচার্য বলেন, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী বুলবুলের অকাল মৃত্যুতে আমরা ব্যথিত ও গভীরভাবে শোকাহত। আমরা শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করছি এবং এর দ্রুত বিচার চাই।

 এছাড়া বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বুলবুলের সৎকারের যাবতীয় খরচ এবং তার পরিবারকে একটি সন্তোষজনক অবস্থানে নিয়ে যেত সব ধরনের সহযোগিতা  দেওয়া হবে। আমরা বুলবুলের মা, ভাই-বোন সবার সাথে কথা বলেছি, তারা এখানে আসছেন। শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব প্রশাসনের সহযোগিতায় বুলবুলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। এক্ষেত্রে প্রশাসন থেকে আশ্বস্ত করা করেছে। তাই এরূপ ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের কঠোর শাস্তির আওতায় এনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা আমাদের আর কোন ছেলে-মেয়েকে অকালে হারাতে চাই না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন