News71.com
 Bangladesh
 02 Jul 22, 01:04 PM
 1605           
 0
 02 Jul 22, 01:04 PM

দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু।।

দ্বিতীয় দিনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু।।

নিউজ ডেস্কঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। স্টেশনে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন রয়েছে। বরাবরের মতো এবারও কাউন্টারের পাশাপাশি অর্ধেক টিকিট মিলবে অনলাইনে। শনিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। টিকিট পেতে কমলাপুরে শুক্রবার (১ জুলাই) বিকেল থেকেই মানুষ সিরিয়াল দেওয়া শুরু করে। প্রতিটি কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ লাইন রয়েছে। এ লাইনে কেউ দাঁড়িয়েছেন গতকাল দুপুরে, বিকেলে, সন্ধ্যায়, রাতে, কেউবা আজ ভোরে এসে যুক্ত হয়েছেন। টিকিট বিক্রি শুরু হওয়ার সময় এ লাইন আরও দীর্ঘ হয়ে এঁকেবেঁকে বাইরের রাস্তায় চলে গেছে।

রেলওয়ে কতৃপক্ষ জানায়, শনিবার (২ জুলাই) দেওয়া হবে ৬ জুলাইয়ের টিকিট। ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে। এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন