News71.com
 Bangladesh
 20 May 22, 11:16 AM
 1910           
 0
 20 May 22, 11:16 AM

দল থেকে বহিষ্কারের পর যা বললেন সাক্কু ।। আমৃত্যু বিএনপির সঙ্গে থাকব

দল থেকে বহিষ্কারের পর যা বললেন সাক্কু ।।  আমৃত্যু বিএনপির সঙ্গে থাকব

নিউজ ডেস্কঃ বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়ার পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু বলেছেন, আমি গত ৪২ বছর ধরে বিএনপির রাজনীতি করি। দল যেই সিদ্ধান্তই নিক, আমি বিএনপিকে ছাড়ব না। আমৃত্যু বিএনপির সঙ্গে থাকব। বৃহস্পতিবার (১৯ মে) রাতে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে কালের কণ্ঠ। এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র থেকে প্রার্থী হওয়ায় সাক্কুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।

২০১১ সালেও বিএনপি কুসিক নির্বাচন বর্জন করলে সাক্কু দল থেকে পদত্যাগ ভোটে অংশ নেন। তখনও একই অভিযোগে তাকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপর স্বতন্ত্র থেকে নির্বাচন করে মেয়র পদে জয়লাভ করলে ফের তাকে দলীয় পদে পুনর্বহাল করা হয়। এবারও দল নির্বাচনে অংশ না নেওয়ায় আগেভাগেই পদত্যাগ করেন কুসিকের দুইবারের নগরপিতা। সাক্কু বলেন, ‘আমি দলকে বিব্রত না করার জন্যই স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। এরপরও দল আমার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিলে আমি আর কী বলবো? আমি গত ৪২ বছর ধরে বিএনপির রাজনীতি করি। বিএনপি আমার রক্তে মিশে আছে। দল যেই সিদ্ধান্তই নিক, আমি বিএনপিকে ছাড়ব না। আমি আমৃত্যু বিএনপির সঙ্গে থাকব। কারণ বিএনপির আমার শেষ ঠিকানা।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন