News71.com
 Bangladesh
 18 May 22, 11:53 AM
 792           
 0
 18 May 22, 11:53 AM

উত্তরাঞ্চলে হতে পারে ভারী বৃষ্টি।।

উত্তরাঞ্চলে হতে পারে ভারী বৃষ্টি।।

নিউজ ডেস্কঃ দেশের দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেলেও উত্তরাঞ্চরে ভারী বর্ষণের আভাস রয়েছে। এক্ষেত্রে কোথাও কোথাও সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এই অবস্থায় বুধবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়াে হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানােসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া মাইজদী কোর্ট, খুলনা ও মোংলা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন