News71.com
 Bangladesh
 18 May 22, 11:48 AM
 697           
 0
 18 May 22, 11:48 AM

অনুমোদনহীন কবিরাজি ওষুধ তৈরি।। লাখ টাকা জরিমানা, ৩ মাসের জেল

অনুমোদনহীন কবিরাজি ওষুধ তৈরি।। লাখ টাকা জরিমানা, ৩ মাসের জেল

নিউজ ডেস্কঃ যশোরে অনুমোদনহীন কবিরাজি ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে খন্দকার কবির হোসেন (৪৮) নামে এক কবিরাজকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) নেতৃত্বাধীণ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কবির হোসেনকে আর্থিক দণ্ড ও জেল দেন। একইসঙ্গে তার তৈরি বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে র‌্যাব। খন্দকার কবির হোসেন সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের মৃৃত ওসমান আলীর ছেলে।

র‌্যাব-৬ (যশোর ক্যাম্পের) অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের খন্দকার কবির হোসেন অবৈধভাবে অনুমোদনবিহীন কবিরাজি ওষুধ তৈরি করছেন। অসাধু পন্থা অবলম্বন করে জনসাধারণকে বোকা বানিয়ে এসব ওষুধ বিক্রিও করতেন তিনি। সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে র‌্যাব-৬’র নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ওষুধ প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে সদর উপজেলার ছাতিয়ানতলা চুড়ামনকাঠি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় ড্রাগ আইন ১৯৪০’র ২৭ ধারায় খন্দকার কবির হোসেনকে এক লাখ টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন