News71.com
 Bangladesh
 15 Jan 22, 11:18 PM
 157           
 0
 15 Jan 22, 11:18 PM

বাংলাদেশকে আরও ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র॥

বাংলাদেশকে আরও ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশকে ফাইজারের আরও ৯৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অনুদানের ফলে যুক্তরাষ্ট্রের দেওয়া মোট টিকার পরিমাণ দুই কোটি ৮০ লাখ ছাড়ালো। শনিবার (১৫ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে গত তিন বছরে করোনা মহামারি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করেছি। একসঙ্গে কাজ করতে পারার যে গর্ব, সেটা আমি অন্য কিছুতে খুঁজে পাই না। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, মার্কিন জনগণ তাদের উদার ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আরও ৯৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। ফলে এখন পর্যন্ত বাংলাদেশকে দুই কোটি ৮০ লাখ ডোজেরও বেশি টিকা বিনামূল্যে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও টিকা আসার পথে রয়েছে। তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ও আমাদের অংশীদারদের অভিবাদন জানাই এবং তাদের সঙ্গে আছি। আমরা যৌথভাবে উভয় দেশের জনগণের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন