News71.com
 Bangladesh
 23 Sep 21, 10:59 AM
 343           
 0
 23 Sep 21, 10:59 AM

বিধানসভার ভবানীপুর আসনে জিতলেই আমি মুখ্যমন্ত্রীই থাকব॥ মমতা ব্যানার্জি

বিধানসভার ভবানীপুর আসনে জিতলেই আমি মুখ্যমন্ত্রীই থাকব॥ মমতা ব্যানার্জি

নিউজ ডেস্কঃ আগামী ৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে উপ-নির্বাচন। আক্ষরিক অর্থে দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোকালেই নিরাশ না করলেও কিছুটা হলেও চাপে আছেন তিনি। কারণ এবারের উপ-নির্বাচন শুধুমাত্র নামমাত্র ভোট নয়, তার কাছে এক মরণ-বাঁচন ‘খেলা’। আগামীতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকতে হলে ভবানীপুরের উপ-নির্বাচন জিততেই হবে তৃণমূল প্রার্থী মমতাকে। ফলে প্রচারে কোনো ধরনের খামতি রাখছে না মমতার দল। পাশাপাশি বাড়তি জনসংযোগ এবং জনসভায় নজর দিয়েছেন স্বয়ং দলনেত্রীও।

বুধবার (২২ সেপ্টেম্বর) প্রচারসভা করেন তৃণমূল সুপ্রিমো। এদিন বিজেপি বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি বেশকিছু আবেগী মন্তব্যও করেছেন মমতা। তিনি বলেছেন, নন্দীগ্রামে আমাকে হারানোর নামে ষড়যন্ত্র করা হয়েছে। নন্দীগ্রামে কী হয়েছে শুনলে সবাই ভয় পাবেন। কিন্তু ওসব কথা এখনই আপনাদের সামনে বলতে চাই না। শুধু এইটুকু মনে রাখুন আপনাদের হাতেই সবকিছু। আপনারা জানেন ভবানীপুর কেন্দ্র থেকে জিতলেই তবেই আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো। এটাই ভবিতব্য। উপরওয়ালা সবকিছু লিখে রেখেছেন। তাই আপনাদের ছেড়ে আমার কোথাও যাওয়া সম্ভব নয়। এরপরই আবেগতাড়িত ভাষণে মমতা বোঝান কেন ভবানীপুরের উপ-নির্বাচন গুরুত্বপূর্ণ, কেন ভোটারের ভোট দেওয়া প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন