News71.com
 Bangladesh
 23 Sep 21, 10:58 AM
 154           
 0
 23 Sep 21, 10:58 AM

আর্থিকখাত জাতির উন্নয়নের অনুঘটক হিসেবে কাজ করছে॥ বাংলাদেশ ব্যাংক গর্ভনর

আর্থিকখাত জাতির উন্নয়নের অনুঘটক হিসেবে কাজ করছে॥ বাংলাদেশ ব্যাংক গর্ভনর

নিউজ ডেস্কঃ দেশের আর্থিকখাত বা ব্যাংকিং সেক্টর জাতির উন্নয়নের অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বুধবার (২২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইনে অনুষ্ঠিত বিআইবিএমের ত্রৈমাসিক জার্নাল ‘ব্যাংক পরিক্রমা’ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করন। বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গর্ভনর বলেন, জাতির পিতার নির্দেশনা অনুসারে, তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা অফিসকে বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক অব বাংলাদেশ করা হয়।

এছাড়া ছয়টি জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংক, দুটি বিশেষায়িত ব্যাংক এবং তিনটি বিদেশি বাণিজ্যিক ব্যাংক নিয়ে আর্থিক খাতের যাত্রা শুরু হয়। এই দ্রুত এবং অবিশ্বাস্য কাজগুলো আসলে বাংলাদেশের ব্যাংকিং খাতের ভিত্তি তৈরি করেছে। জাতির পিতার রেখে যাওয়া এই কঠিন উত্তরাধিকার থেকে আমরা এখনও আর্থিক খাতকে জাতির উন্নয়নের প্রকৃত অনুঘটক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির মন্তব্য করেন। গর্ভনর বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে তার জাতীয় নীতির ভিত্তি হিসেবে আর্থিক খাতকে গড়ে তোলেন। যদিও বঙ্গবন্ধু অর্থনীতিবিদ ছিলেন না, তবে অর্থনীতির বাস্তব অবস্থা এবং জনগণের আর্থিক অবস্থা সম্পর্কে তার গভীর উপলব্ধির কারণে তিনি প্রকৃতপক্ষে আর্থিক খাতের সঠিক পরামর্শক হিসেবে উপদেশ দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন