News71.com
 Bangladesh
 22 Sep 21, 05:38 PM
 142           
 0
 22 Sep 21, 05:38 PM

যুবলীগের সংঘর্ষে আহত ২০॥ পুলিশের দাবি ধাক্কাধাক্কি  

যুবলীগের সংঘর্ষে আহত ২০॥ পুলিশের দাবি ধাক্কাধাক্কি   

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে যুবলীগের বর্ধিত সভায় যোগদানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার পৌর এলাকার মেঘনা রোডের জাইল্লাটোলায় এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ও প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের বর্ধিত সভাতে যোগ দিতে আসা কেন্দ্রীয় নেতাদের বরণ করতে সকাল থেকে বিভিন্ন পদ প্রত্যাশী নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। জেলা যুবলীগের সভাপতি পদ প্রত্যাশী সৈয়দ নুরুল আজিম বাবর তার সমর্থকদের নিয়ে মেঘনা রোডের জাইল্লাটোলা নামক এলাকায় অবস্থান নিলে সেখানে অতর্কিত হামলা চালায় বর্তমান কমিটির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী বাবর সমর্থকরা অভিযোগ করে বলেন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে কয়েকশ লোক মোটরসাইকেল ও মাইক্রোবাস যোগে এসে তাদের এলোপাতাড়ি জিআই পাইপ দিয়ে মারধর করে। এতে তাদের বেশকিছু কর্মী সমর্থক আহত হয়েছে। এ ব্যাপারে জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এদিকে, বর্ধিত সভাকে কেন্দ্র করে প্রার্থিতা ঘোষণা করায় প্রচার-প্রচারণা চালানোর কারণে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে প্রায় চার বছর পর প্রথম জেলা যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্ধিত সভার আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন