News71.com
 Bangladesh
 22 Sep 21, 05:37 PM
 135           
 0
 22 Sep 21, 05:37 PM

দেড় হাজার কোটি টাকায় সিলেটে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু কমপ্লেক্স॥

দেড় হাজার কোটি টাকায় সিলেটে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু কমপ্লেক্স॥

নিউজ ডেস্কঃ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সিলেটে গড়ে তোলা হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কমপ্লেক্স’। দেশে প্রথমবারের মতো এ ধরনের কোনও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা। এ সংক্রান্ত প্রকল্পে প্রাথমিক অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রকল্পটি। সিলেটে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ নির্মাণের তথ্য প্রথমবারের মতো উপস্থাপন করা হয় চলতি বছরের ২৯ জানুয়ারি। ওইদিন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে ‘উন্নয়ন অগ্রযাত্রা’ শীর্ষক এক অনুষ্ঠানে বিষয়টি সামনে নিয়ে আসেন মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। এরপর সদ্য ঘোষিত সিসিকের ২০২১-২২ অর্থবছরের বাজেটেও বিষয়টি উল্লেখ করেছেন মেয়র আরিফ। ২৫ তলা বিশিষ্ট এই কমপ্লেক্সের নকশাও চূড়ান্ত হয়ে গেছে। ট্রায়াঙ্গল কনসালট্যান্ট নামের একটি প্রতিষ্ঠান নকশা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন