News71.com
 Bangladesh
 21 Sep 21, 07:26 PM
 440           
 0
 21 Sep 21, 07:26 PM

টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত॥ তদন্ত কমিটি গঠন

টঙ্গীতে ট্রেন লাইনচ্যুত॥ তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী জংশন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক সাদেকুর রহমান বিষয়টি জানান। তিনি বলেন, টঙ্গীতে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পরপরই পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় তদন্ত কর্মকর্তা খাইরুল কবিরকে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনাটি কেন ঘটেছে, এজন্য কে বা কারা দায়ী এবং ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে। এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন