News71.com
 Bangladesh
 04 Aug 21, 09:59 PM
 210           
 0
 04 Aug 21, 09:59 PM

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় আরও ২৪১ জনের মৃত্যু

নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৬৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন।  সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে। বুধবার (৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।      

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৫ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২০টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৫১ হাজার ৯০২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ হাজার ৫১৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৪৮ হাজার ৬৮৩টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৮ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ১২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন