News71.com
 Bangladesh
 02 Aug 21, 10:51 PM
 142           
 0
 02 Aug 21, 10:51 PM

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের পর ডিএনএ টেস্টে ৪৫ মরদেহের পরিচয় শনাক্ত॥

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের পর ডিএনএ টেস্টে ৪৫ মরদেহের পরিচয় শনাক্ত॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় লাগা আগুনে পুড়ে মারা যাওয়া ৪৮ শ্রমিকের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ডিএনএ টেস্টের মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করেছে সিআইডি ফরেনসিক বিভাগ। সোমবার (০২ আগস্ট) দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া মরদেহগুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এরপর সেগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন। তিনি জানান, আগুনে পুড়ে মারা যাওয়া ৪৮টি মরদেহের পরিচয় শনাক্ত করতে মোট ৬৬ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে ৪৫টি মরদেহ শনাক্ত করা গেছে। বাকি তিনজনের মরদেহ শনাক্তের কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন