News71.com
 Bangladesh
 31 Jul 21, 01:12 PM
 34           
 0
 31 Jul 21, 01:12 PM

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে॥ চসিক মেয়র রেজাউল

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে॥ চসিক মেয়র রেজাউল

নিউজ ডেস্কঃ নগরের বিভিন্ন স্থানে ভারী বর্ষণে পাহাড়ধস হলেও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি উল্লেখ করে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, যেকোনো সময়ে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এর আগে টাইগারপাসে বড় ধরনের পাহাড়ধসের ঘটনায় অনেক প্রাণহানি হয়েছিল।  তারপরও জনসচেতনতা আসেনি, মৃত্যুভয়কে পরোয়া না করে যারা পাহাড়ের গায়ে বা পাদদেশে বসতি গড়েছেন তাদের স্বার্থেই এসব গুঁড়িয়ে দেওয়া হবে। বৈধ বা অবৈধ হোক পাহাড়ের গায়ে বা পাদদেশে ঝুঁকিপূর্ণ আবাসন, বসতি থাকতে দেওয়া হবে না। জনস্বার্থে জানমাল রক্ষায় এসব বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হবে। 

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে লালখান বাজারের শাহ্ গরিবুল্লাহ্ হাউজিং ও কুসুমবাগ হাউজিং সোসাইটিতে ভারীবর্ষণে পাহাড়ধস কবলিত এলাকা পরিদর্শনকালে এ হুঁশিয়ারি দেন মেয়র।  তিনি বলেন, নগরের পাহাড়গুলো বালুর।পাহাড়ের গাছপালা নিধন এবং লাগামহীন পাহাড়ের ভূমি কর্তনের ফলে এগুলো অরক্ষিত ও নড়বড়ে প্রায়। ভারী বর্ষায় অব্যাহত ঢলে প্রতিনিয়ত ভেঙে পড়ে। কারণ পাহাড় প্রকৃতিরই সম্পদ। তাকে লালন-পালন-ধারণ করতে পারিনি বলেই বারবার একই ট্র্যাজেডির পুনরাবৃত্তি ঘটছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন