News71.com
 Bangladesh
 31 Jul 21, 01:37 AM
 280           
 0
 31 Jul 21, 01:37 AM

ভারত থেকে দেশে এলো তৃতীয় অক্সিজেন এক্সপ্রেস॥

ভারত থেকে দেশে এলো তৃতীয় অক্সিজেন এক্সপ্রেস॥

নিউজ ডেস্কঃ ভারত থেকে তৃতীয় দফায় আরও একটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন বাংলাদেশে এসেছে। শুক্রবার (৩০ জুলাই) ট্রেনটি বেনাপোলে পৌঁছায়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় রেলের আরও একটি অক্সিজেন এক্সপ্রেস শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) তৃতীয় চালান নিয়ে বাংলাদেশের এসেছে। ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মে.টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশে আসে। এর আগে গত ২৪ ও ২৭ জুলাই ভারত থেকে দুই দফায় ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে দুটি ট্রেন বাংলাদেশে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন