News71.com
 Bangladesh
 30 Jul 21, 12:53 PM
 520           
 0
 30 Jul 21, 12:53 PM

বরিশাল বিভাগে করোনা-উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু॥

বরিশাল বিভাগে করোনা-উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩৮ জন। শুক্রবার (৩০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেরেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে।


এছাড়া বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে পটুয়াখালীর পাঁচজন, পিরোজপুরের দুইজন ও বরগুনায় একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮২২ জনে। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৫৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন