News71.com
 Bangladesh
 30 Jul 21, 12:49 PM
 160           
 0
 30 Jul 21, 12:49 PM

বন্ধ হতে পারে হেলেনার 'জয়যাত্রা টিভি' সম্প্রচার॥

বন্ধ হতে পারে হেলেনার 'জয়যাত্রা টিভি' সম্প্রচার॥

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার মালিকানাধীন আইপি টিভি 'জয়যাত্রার' অফিসে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে সম্প্রচার চ্যানেল হিসেবে সকল ধরনের সেটআপ রয়েছে। এখন অধিকতর তদন্তে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাত ২ টার দিকে মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে জয়যাত্রা টিভির কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাব।

আজ শুক্রবার (৩০ জুলাই) ভোরে অভিযান শেষে এসব কথা জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়যাত্রা নামে তার একটি আইপি টিভি রয়েছে বলে জানা যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর জয়যাত্রা টিভির কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু টিভি চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র নেই। যদিও সম্প্রচার চ্যানেল হিসেবে যেসব সেটআপ থাকা দরকার তার সবকিছুই রয়েছে। হেলেনা জাহাঙ্গীর তার জয়যাত্রা টিভির জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ করেছিলেন। এমনকি দেশের বাইরেও প্রতিনিধি নিয়োগের নামে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন