News71.com
 Bangladesh
 30 Jul 21, 12:48 PM
 132           
 0
 30 Jul 21, 12:48 PM

ভারতে পাচার হয়ে যাওয়া ১০ নারী-পুরুষকে দেশে হস্তান্তর॥

ভারতে পাচার হয়ে যাওয়া ১০ নারী-পুরুষকে দেশে হস্তান্তর॥

নিউজ ডেস্কঃ বিভিন্ন সময় ভাল কাজের প্রলভনে পড়ে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে হস্তান্তর করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৮ জনকে রাইটস যশোর ও ২ জনকে জাস্টিস এন্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা পৃথক ভাবে গ্রহণ করেছে। পাচার হওয়া নারী ও পুরুষেরা হলেন- সাজু চন্দ্র নাথ, খোকন, সাগর হাওলাদার, গোলাপ মিয়া, শাকিল, রাসেল ফকির, আয়েশা বেগম, রোকসনা বেগম, মাহমুদা আক্তার ও নয়ন হাওলাদার। তারা সবাই তিন থেকে চার বছর পর দেশে ফিরছেন। তাদের বাড়ি যশোর, নড়াইল, খাগড়াছড়ি ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন