News71.com
 Bangladesh
 30 Jul 21, 12:48 PM
 144           
 0
 30 Jul 21, 12:48 PM

সুন্দরবনে বাঘ বসবাসের অনুকূল পরিবেশ নেই॥ সুলতানা কামাল

সুন্দরবনে বাঘ বসবাসের অনুকূল পরিবেশ নেই॥ সুলতানা কামাল

নিউজ ডেস্কঃ সুন্দরবনে বাঘের বসবাসের অনুকূল পরিবেশ নেই বলে উল্লেখ করেছেন বাপা ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে আন্তর্জাতিক বাঘ দিবস-২০২১ উদযাপন উপলক্ষে 'বাঘ দিবসে বাঘের গল্প" শীর্ষক ওয়েবিনার তিনি এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। সঞ্চলানা করেন সংঘঠনটির সাধারণ সম্পাদক শরীফ জামিল।

ওয়েবিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন, বাপা’র বন,জীববৈচিত্র, প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি বিষয়ক কমিটির সহ-আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল হাসান খান, অধ্যাপক ড. এম এ আজিজ, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোহসীন-উল হাকিম,স্থানীয় বনজীবী বেলায়েত সরদার, পশুর রিভার ওয়াটারকিপারের নূর আলম শেখ, ভিলেজ টাইগার রেসপন্স টিমের নান্টু গাজী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ হায়দার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন