News71.com
 Bangladesh
 29 Jul 21, 01:24 PM
 254           
 0
 29 Jul 21, 01:24 PM

অবশেষে অনুমোদন পেল বুয়েটের তৈরি ‘অক্সিজেট’॥

অবশেষে অনুমোদন পেল বুয়েটের তৈরি ‘অক্সিজেট’॥

নিউজ ডেস্কঃ শেষ পর্যন্ত অনুমোদন পেল বুয়েটের তৈরি ‘অক্সিজেট’। প্রাথমিকভাবে ২০০ টি অক্সিজেট প্রস্তুতের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। বুধবার (২৮ জুলাই) রাতে গণমাধ্যমকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ সালাউদ্দিন ও ডিভাইসটির উদ্ভাবক বুয়েট শিক্ষক ড. তওফিক হাসান যৌথভাবে বিষয়টি নিশ্চিত করেন। তওফিক হাসান বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে জানতে পেরেছি ২০০টি অক্সিজেট ডিভাইস উৎপাদনের অনুমোদন দিয়েছে। আমরা আশা করছি, এটি দেশের এই ক্লান্তিলগ্নে করোনার সংক্রমণ রোধে কিছুটা হলেও কাজে লাগবে।’ যন্ত্রটি মূলত স্বল্প খরচে রোগীকে উচ্চগতির অক্সিজেন দিতে সক্ষম বলে মত দিয়েছে ৫ সদস্যের চিকিৎসক দল। যন্ত্রটিকে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার সঙ্গে তুলনা করা হয়েছে। এটি বাতাস ও অক্সিজেনের সংমিশ্রণে মিনিটে ৬০ লিটার গতিতে অক্সিজেন সরবরাহ করতে পারে। যারা আইসিইউ পাচ্ছেন না, হাইফ্লো ন্যাজাল ক্যানোলাও যখন সহজলভ্য না, ঠিক সে সময়ে অস্থায়ীভাবে তাদের জন্য এটি ব্যবহার করা হবে। একজন রোগী যাদের প্রতি মিনিটে ১৫ লিটারের বেশি অক্সিজেন দরকার, যখন অন্য কোন মাধ্যমে পাওয়া যাচ্ছে না, তখন অক্সিজেটের মাধ্যমে তাদের সাপোর্ট দেয়াই লক্ষ্য বলে জানান চিকিৎসক দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন