News71.com
 Bangladesh
 28 Jul 21, 01:42 PM
 154           
 0
 28 Jul 21, 01:42 PM

মেঘনার জোয়ারে তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ এলাকা॥

মেঘনার জোয়ারে তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ এলাকা॥

নিউজ ডেস্কঃ ভোলায় মেঘনার জোয়ারের পানিতে তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার (২৭ জুলাই) মেঘনার পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদর উপজেলার উপকূলবর্তী নাছির মাঝি, মনপুরার চরনিজাম, কলাতলীর চর, চর যতিন, চর জ্ঞান, চরফ্যাশনের কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলা, মাঝের চর, চর শাহজালাল, কচুয়াখালীরচরসহ ২০ চর প্লাবিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং পূর্ণিমার প্রভাবে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।  তারা জানান, গত কয়েকদিন ধরে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পঞ্চম দিনের মতো তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ এলাকা। জোয়ারের পানিতে বাঁধের বাইরের অন্তত ২০টি নিচু এলাকা ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। মেঘনার ধনিয়া এলাকার বাসিন্দা এরশাদ ফরাজি বলেন, জোয়ারের পানিতে দুই শতাধিক ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। বাঁধের বাইরের এসব মানুষ গত এক সপ্তাহ ধরে কষ্টে দিন কাটাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন