News71.com
 Bangladesh
 28 Jul 21, 01:41 PM
 142           
 0
 28 Jul 21, 01:41 PM

রোহিঙ্গা শরণার্থীদেরও টিকা দেওয়া হবে॥পররাষ্ট্র সচিব

রোহিঙ্গা শরণার্থীদেরও টিকা দেওয়া হবে॥পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্কঃ  পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, রোহিঙ্গাদের টিকা দেওয়া হবে। যেসব রোহিঙ্গাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের দিয়ে টিকাদান শুরু করা হবে। মঙ্গলবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, কোনো জনগোষ্ঠীকে বাদ রেখে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই রোহিঙ্গাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত যাদের বয়স ৫৫ বছর বা তার বেশী তাদের টিকা দেওয়া হবে। পরবর্তীতে বয়স কমিয়ে দেওয়া হবে। তিনি জানান, রোহিঙ্গাদের টিকা দেওয়ার জন্য জাতিসংঘসহ বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তা চাওয়া হয়েছিল। তবে এখনও সাড়া না পাওয়ায় আমাদের নিজস্ব মজুদ থেকে টিকা দেওয়া হবে। স্থানীয়দের যে টিকা দেওয়া হবে, তাদেরও সেই টিকা দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন