News71.com
 Bangladesh
 27 Jul 21, 11:09 PM
 117           
 0
 27 Jul 21, 11:09 PM

করোনায় এ পর্যন্ত ১০৩ পুলিশ সদস্যের মৃত্যু॥

করোনায় এ পর্যন্ত ১০৩ পুলিশ সদস্যের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১০৩ সদস্য মারা গেছেন। সোমবার (২৬ জুলাই) এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, সোমবার ভোর পর্যন্ত ১০৩ জন পুলিশ সদস্যের মৃত্যুর পাশাপাশি পুলিশের মোট ২৩ হাজার ৮১৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮৮ জন। এছাড়া জুলাই মাসে নমুনা দেওয়া পুলিশ সদস্যদের ২৩ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে সারা দেশে এক হাজার ৫২৬ জন বিভিন্ন হাসপাতালে এবং কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি আছেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা বলেন, মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি তাদের জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে। তিনি জানান, সংক্রমণের ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ দেশের সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত উন্নত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন